প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হওয়ার পরের বছর ২০১০ খ্রিষ্টাব্দ থেকেই সারাদেশে শুরু হয় ইবতেদায়ি সমাপনী পরীক্ষা। দীর্ঘ ১০ বছর এ পরীক্ষা দুটি পরিচালনার দায়িত্ব ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। দীর্ঘ দশ বছর পর এ পরীক্ষা পরিচালনার দায়িত্ব নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছর থেকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে।